যোগীরাজ্যে তাপপ্রবাহে তিনদিনে মৃ.ত ৯৮!

0
3

তাপপ্রবাহে (Heat Wave) নাকাল উত্তরপ্রদেশের বাসিন্দারা। তীব্র দাবদাহ যোগীরাজ্যে। সময় যত গড়াচ্ছে ততই ভয়ানক হচ্ছে পরিস্থিতি। উত্তরপ্রদেশের বালিয়া জেলা প্রশাসন (Ballia District Administration of Uttar Pradesh)সূত্রে খবর, গত তিন দিনে ৯৮ জনের মৃত্যু হয়েছে। এই ৯৮ জনের মধ্যে উত্তরপ্রদেশের (Uttarpradesh) মৃতের সংখ্যা ৫৪ এবং বিহারে ৪৪।

চিকিৎসকরা জানিয়েছেন, যোগীরাজ্যের এই জেলায় কার্যত লু বইছে। প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। বর্তমানে সেই সংখ্যাটা ৪০০ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা প্রকাশ্যে আসায় চিন্তা বাড়ছে। গত ৭২ ঘণ্টার হিসেব বলছে বৃহস্পতিবার অর্থাৎ ১৫ জুন মৃত্যু হয়েছে তেইশ জনের। তারপরের দিন শুক্রবার ১৬ জুন কুড়ি জনের এবং গতকাল অর্থাৎ ১৭ জুন বিকেল ৪টে পর্যন্ত এগারো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রাজ্যের ১৮টি জায়গায় চরম তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের কারণে আগামী ২৪ জুন পর্যন্ত পাটনা এবং রাজ্যের সমস্ত জেলায় স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ এবং আগামিকাল চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। গতকাল ১১টি জেলায় তাপমাত্রা ছিল প্রায় ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে। পাটনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস, শেখপুরায় ৪৫ ডিগ্রি। রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে।