তীব্র দাবদাহের জের! যোগীরাজ্যে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

0
15

তীব্র দাবদাহ যোগীরাজ্যে (Uttar Pradesh)। সময় যত গড়াচ্ছে ততই ভয়ানক হচ্ছে পরিস্থিতি। এবার অত্যাধিক তাপমাত্রায় (Heatwave) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকেই। তবুও শেষরক্ষা হচ্ছে না। জানা গিয়েছে, হাসপাতালে (Hospital) ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর এমন ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে জোর চর্চা। তবে মৃতদের বেশিরভাগের বয়স ষাটোর্ধ বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। উত্তরপ্রদেশের বালিয়া (Balia) জেলা হাসপাতালের ঘটনা।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, যোগীরাজ্যের এই জেলায় কার্যত লু বইছে। প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষজন চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হচ্ছেন। বিগত দু’দিনে ৩৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। যার মধ্যে গত ১৫ জুন মৃত্যু হয়েছে ২৩ জনের এবং ১৬ জুন মৃত্যু হয়েছে ১১ জনের। হাসপাতালের সিএমও-র সাফাই, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা আগে থেকেই বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। আর এই গরম সহ্য করতে না পেরে এমন ঘটনা ঘটেছে।

তবে আচমকা এমন ঘটনা ঘটার পর তৎপর যোগী সরকার। জানা গিয়েছে, রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে ইতিমধ্যে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে। শুক্রবারই বালিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি।