সরকারি হাসপাতালে রো.গ নির্ণয়ের পরিকাঠামো নির্মাণে ১৬ কোটি বরাদ্দ রাজ্যের

0
2

রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামূল্যে রোগ নির্ণয় পরিকাঠামো নির্মাণের জন্য রাজ্য সরকার ১৬ কোটি টাকার বেশি বরাদ্দ করেছে। ওই টাকায় সিটি স্ক্যান, ডিজিটাল রেডিওগ্রাফি, এমআরআই এবং পেট সিটি স্ক্যানার যন্ত্র কেনা হবে। এজন্য মোট ১৬ কোটি ৩৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। এ ছাড়াও ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টারের জন্যে আরও ৬৮ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

ন্যাশনাল ফ্রি ডায়াগনস্টিক সার্ভিসেস (এনএফডিসি) প্রকল্পে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল এবং স্টেট জেনারেল হাসপাতালে ‘পিপিপি’ (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে ডায়াগনস্টিক সেন্টার তৈরি হয়েছে। সেই পরিষেবা আরও সম্প্রসারিত করতেই নতুন যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের। তার জন্যে রাজ্যের প্রথম সারির মোট ৯টি হাসপাতালকে অর্থ মঞ্জুর করা হয়েছে। এই তালিকায় রয়েছে বি সি রায় শিশু হাসপাতাল, এসএসকেএম, বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস, রামরিকদাস হরলালকা হাসপাতাল, কলকাতা পুলিশ হাসপাতাল, রফি আহমেদ ডেন্টাল মেডিক্যাল কলেজ, পুরুলিয়া ও জলপাইগুড়ি হাসপাতাল। ফেয়ার প্রাইস ডায়ালিসিস সেন্টার চালানোর জন্যে টাকা পাচ্ছে এসএসকেএম, মালদা মেডিক্যাল কলেজ, ড. বি এন বোস হাসপাতাল, কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতাল এবং দুর্গাপুর ও কাটোয়া মহকুমা হাসপাতাল।

আরও পড়ুন- বাংলার পঞ্চায়েতে আপের প্রার্থী! ‘ভুয়ো’ খুঁজতে ময়দানে কেজরির দল