প্রকৃতির খামখেয়ালিপনায় নাজেহাল মানুষ। হাওয়া অফিস (Weather Department) সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখা মালদহে আটকে রয়েছে । আর সেই কারণেই দক্ষিণবঙ্গে বৃষ্টির (Rain) দেখা নেই। বিপর্যয় নিয়ে বাংলায় বড় কোনও সুখবর এল না। চূড়ান্ত আপেক্ষিক আর্দ্রতা আর ভ্যাপসা গরমের কম্বিনেশনে ‘ফিলস লাইক ৫৫ ডিগ্রি’র হ্যাশট্যাগ জুড়েছে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায় রবিবার পর্যন্ত তাপপ্রবাহ (Heat Wave) চলবে। আর ঠিক বিপরীত ছবি উত্তরে, সেখানে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদদের অনুমান, বুধবারের মধ্যেই রাজ্যের দক্ষিণ অংশে প্রবেশ ঘটবে মৌসুমী বায়ুর। তার জেরে আগামিকাল সন্ধ্যার পর থেকে হয়তো কিছুটা হলেও প্রকৃতি বদলাতে পারে। বজ্রবিদ্যুৎ সহ প্রাক বর্ষার বৃষ্টি হতে পারে রবিবার। তবে তা সত্ত্বেও জারি থাকবে অস্বস্তিকর ভ্যাপসা গরম। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলায় সোমবারও তাপপ্রবাহ চলবে । বুধবারের আগে পর্যন্ত বর্ষা আসার সেরকম কোনও লক্ষণ নেই।

আজ ও আগামিকাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।ভারী বৃষ্টপাতের জেরে ধস নামার আশঙ্কা করা হচ্ছে এবং নিচে এলাকায় বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা।









































































































































