এক ওভারে ছয় উইকেট নিয়ে নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার

0
1

ছয় বলে ছয় ছক্কা দেখা গিয়েছে। আর এবার দেখা গেল ছয় বলে ডাবল হ‍্যাটট্রিক। শুনে অবাক হচ্ছেন? হ‍্যাঁ ঠিকই শুনছেন। এক ওভারে ডাবল হ‍্যাটট্রিক করলেন ইংল‍্যান্ডের তরুণ ক্রিকেটার অলিভার হোয়াইটহাউস। মাত্র ১২ বছর বয়সে এই নজির গড়লেন তিনি। যা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। প্রথম ক্রিকেটার হিসাবে এক ওভারে ছয় উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার অ্যালেড কেরি। ২০১৭ সালে গোল্ডেন পয়েন্ট ক্রিকেট ক্লাবের হয়ে পূর্ব ব্যালারাটের বিরুদ্ধে এক ওভারে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। আর এবার এই নজির গড়লেন এই তরুণ ক্রিকেটার হোয়াইটহাউস।

ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের হয়ে খেলায় হোয়াইটহাউস ছয় বলে নিয়েছে ছয় উইকেট। জুন মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত এই ম্যাচ। সেই ম‍্যাচেই এই নজির গড়েন হোয়াইটহাউস। ওই ম‍্যাচে নিয়েছেন মোট আট উইকেট। এই নিয়ে ব্রমসগ্রোভ ক্রিকেট ক্লাবের অধিনায়ক জেডেন লেভিট বলেন, “ও যা করেছে, সেটা আমি বিশ্বাসই করে উঠতে পারছিলাম না। এক ওভারে ডাবল হ্যাটট্রিক পাওয়া একেবারেই সহজ কাজ নয়। এটি একটি বড় ঘটনা। তবে আমি মনে করি, ও সম্ভবত অনেক বড় না হওয়া পর্যন্ত এর তাৎপর্যই উপলব্ধি করে উঠতে পারবে না।” ইতিমধ্যেই হোয়াইটহাউসের সেই ভিডিও ছড়িয়ে পরেছে সোশ্যাল মিডিয়ায়। প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

আরও পড়ুন:বায়ার্ন মিউনিখে খেলা শুভ এবার মোহনবাগানে : সূত্র