পুকুর থেকে উদ্ধার হল চিকিৎসকের মৃতদেহ!হরিদেবপুর থানার অন্তর্গত শিলপাড়া রামচন্দ্র পল্লিতে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।প্রতিবেশীদের দাবি, চিকিৎসকের মৃত্যুর পেছনে হাত রয়েছে তাঁর স্ত্রীর।

আরও পড়ুন:চোপড়াকাণ্ডে দ্রুত শুনানির আর্জি জানিয়ে মামলা হাই কোর্টে


পুলিশ সূত্রে খবর, মৃত চিকিতসকের নাম শৈলেন কুণ্ডু। বয়স প্রায় ৬০। তিনি পেশায় দন্ত চিকিতসক ছিলেন। হরিদেবপুর থানার রামচন্দ্র পল্লিতে থাকতেন তিনি। শুক্রবার সকালে আচমকাই এলাকার পুকুরে ওই চিকিৎসকের দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরেই আর্থিক সঙ্কটে ভুগছিলেন তিনি। এমনকি তাঁর স্ত্রী ওই চিকিৎসককে বিভিন্ন সময় মারধর এবং অত্যাচার করত। এলাকার মানুষেরা আগেও প্রতিবাদ করেছেন। কিন্তু কোন রকম সুরাহা হয়নি। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।















































































































































