পঞ্চায়েত ভোটের শেষ দিনে বিক্ষিপ্ত অশান্তির পাশাপাশি রয়েছে বিস্তর চমক। বৃহস্পতিবার মনোনয়নপত্র (Nomination) জমা দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) স্ত্রী টগরি সাহা (Tagari Saha)। কিন্তু কোন দলে? তা নিয়ে ধন্ধ রয়েছে। বৃহস্পতিবার, বড়ঞা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে মনোনয়ন পত্র জমা দেন টগরি। বেলা ১টা নাগাদ জীবনকৃষ্ণের স্ত্রী বড়ঞা ব্লক অফিসে মনোনয়ন জমা দেন। সঙ্গে ছিলেন তাঁর ২ প্রস্তাবকও।
মুর্শিদাবাদের তৃণমূলের (TMC) প্রার্থী তালিকায় নাম নেই টগরি সাহার। অর্থাৎ তিনি শাসকদলের হয়ে দাঁড়াননি। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি নির্দল হিসেবে নমিনেশন জমা করেন। এদিনই জীবনকৃষ্ণকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে হাজির করানো হয়। সেখানে তিনি জানান, স্ত্রীর মনোনয়ন জমা দেওয়া নিয়ে জীবনকৃষ্ণ কিছু জানেন না। তবে টগরি অন্য দল বা নির্দলের হয়ে দাঁড়ালে তিনি কখনোই সমর্থন করবেন না। মনোনয়ন তুলে নিতে বলবেন বলেও জানান জীবনকৃষ্ণ। তবে তিনি এও বলেন, টগরি স্বাধীন। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন।