সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ওভালে একেবারেই রান করতে পারেননি রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা। ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন এই দলের হাল ফেরাতে প্রয়োজন হার্দিক পান্ডিয়াকে। এছাড়াও কয়েক জন তরুণ ক্রিকেটারকেও সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।
এই নিয়ে মহারাজ বলেন,”আশা করি হার্দিক পান্ডিয়া আমার কথা জানতে পারবে। আমি হার্দিককে টেস্ট ক্রিকেট দেখতে চাই। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে ওকে দরকার।”
এরপরই সৌরভ বলেন,”একটা ম্যাচে হার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবে ভারতে ক্রিকেট প্রতিভার অভাব নেই। প্রচুর বিকল্প ক্রিকেটার রয়েছে। অনেকেই ভাল পারফরম্যান্স করছে। টেস্ট ক্রিকেটের কথা ভাবলে অবশ্য আইপিএলের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। ঘরোয়া ক্রিকেটেও বেশ কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। তাদের সুযোগ দেওয়ার কথা ভাবা যেতে পারে। যশস্বী জয়সওয়াল আছে। রজত পতিদার রয়েছে। বাংলার অভিমন্যু ঈশ্বরণও প্রচুর রান করেছে ঘরোয়া ক্রিকেটে।”
আরও পড়ুন:আজ ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের সামনে লেবানন