মাস ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। আর বৃহস্পতিবার উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব (Nomination Files)। বিগত ৬ দিনে লক্ষাধিক প্রার্থী ত্রিস্তরীয় পঞ্চায়েতের বিভিন্ন পদে মনোনয়ন জমা দিয়েছেন। শীর্ষস্তর থেকে অনুমোদন পাওয়া প্রার্থীরা নির্বিঘ্নে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে দু-তিনটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপর ঠিকঠাক মিটেছে মনোনয়নপর্ব। যদিও বিরোধীদের নিজেদের মধ্যে গোষ্ঠী সংঘর্ষে এখনও পর্যন্ত মোট ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে পুলিশ কড়া হাতে সমস্ত পরিস্থিতি সামাল দিয়েছে। তবে শেষদিনের মনোনয়নপর্ব দেখে রাজনৈতিক মহলের মতে, বিরোধীরা কার্যত নির্বাচনী লড়াই থেকে ছিটকে গিয়েছে। প্রায় ৭৩ হাজার বুথে প্রার্থী জোগাড় করতে না পেরে বিরোধীদের বর্তমান আশ্রয়স্থল মিডিয়া ও আদালত। আর সেখানে তৃণমূল কংগ্রেস ৭৩ হাজার বুথে প্রার্থী দিয়েছে। তবে দল সাফ জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালানো হবে। আর বিরোধীরা উন্নয়ন না করে শুধুই কুত্সা ও ইডি (ED)-সিবিআইকে (CBI) হাতে রেখে প্রচার চালিয়ে যাবে।