পঞ্চায়েত ভোটের আগে নন্দীগ্রামে নাটকীয় পটপরিবর্তন। নাম চূড়ান্ত হয়ে যাওয়ার পরও জেলা পরিষদে তৃণমূলের প্রার্থী তালিকা থেকে বাদ গেলেন শেখ সুফিয়ান। দলীয় কর্মীদের একটি বড় অংশের প্রবল আপত্তি ও বিক্ষোভের পর এমনই সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। জেলা পরিষদে বিদায়ী সহ-সভাধিপতি শেখ সুফিয়ান। তাঁর পরিবর্তে তৃণমূলের প্রতীকে প্রার্থী করা হচ্ছে সামসুল ইসলামকে। বৃহস্পতিবার দুপুরেই তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা।
অন্যদিকে, সুফিয়ান যাতে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী না হন, সেদিকে নজর তৃণমূলের। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন ক্রমেই বুধবার রাতে বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করে পূর্ব মেদিনীপুরে দলের বিশেষ দায়িত্বে থাকা কুণাল ঘোষ। জানা গিয়েছে, নতুন প্রার্থী সামসুল ইসলামের মনোনয়ন পর্বে নজর রাখছেন কুণাল। আরও জানা গিয়েছে, শেখ সুফিয়ান দলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। তিনি দলের একজন সৈনিক হিসেবেই কাজ করবেন।