কালীঘাটে নির্বাচন কমিটির ‘হাই প্রোফাইল’ বৈঠক ডাকলেন মমতা, থাকবেন অভিষেক-সহ বর্ষীয়ান নেতৃত্ব

0
1

৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের রূপরেখা সাজাতে ১৭ জুন শনিবার কালীঘাটে তৃণমূলের (TMC) নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের বর্ষীয়ান নেতৃত্ব।

বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ার শেষদিন। শুক্রবার, কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর শনিবারই কালীঘাটে হাই প্রোফাইল বৈঠক। বিকেল ৩ টেয় এই বৈঠক হওয়ার কথা। মমতা, অভিষেক ছাড়াও থাকবেন বেশ কিছু সাংসদ ও বিধায়কও। বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রচার এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি কর্মীদের প্রতিও বার্তা দেওয়া হবে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।