আর মাত্র চার বছর, তারপরই এক রাস্তায় সোজা কলকাতা থেকে ব্যাংকক (CCU to BKK)। দক্ষিণ-পূর্ব এশিয়ায় পরিবহণ ও বাণিজ্যে (Transport and Trade in Southeast Asia) বিপ্লব আসতে চলেছে। ভারত (India) এবং থাইল্যান্ডের (Thailand) মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে মেগা সড়ক প্রকল্প কলকাতা-ব্যাংকক হাইওয়ে (Kolkata-Bangkok highway) নিয়ে আশাবাদী বিশেষজ্ঞরা।
থাইল্যান্ডে ঘুরতে যাওয়া ভারতবাসীর সংখ্যা নেহাত কম নয়। দুই দেশের মধ্যে একটা মহাসড়ক তৈরি হলে তা আন্তর্জাতিক পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ ও অর্থনৈতিক বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা বলাইবাহুল্য। শুধু দুই দেশ নয় আরও একাধিক দেশকে ছুঁয়ে যাবে এই রাস্তা। প্রকল্পের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। সাম্প্রতিক রিপোর্ট বলছে বছর চারেকের মধ্যে কলকাতা-ব্যাংকক হাইওয়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ হবে রাস্তার শুরুটা ব্যাংককে হবে আর শেষ হবে কলকাতায়। ভারত ও থাইল্যান্ডের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করার প্রচেষ্টায় এই সড়ক নেটওয়ার্ক যে এক মাইলফলক হতে চলেছে সেই ব্যাপারে আশাবাদী কলকাতা আর ব্যাংকক। ইতিমধ্যেই থাইল্যান্ডের অংশের কাজ প্রায় শেষ হয়ে গেছে বলে জানা গেছে।