‘জীবনের সেরা পুরস্কার পেয়ে গিয়েছি, দলগত পুরস্কারই আসল’, বললেন মেসি

0
1

ব্যালন ডি অর না বিশ্বকাপ? কোনটা বেশি পছন্দের আর্জেন্তাইন সুপারস্টার লিওয়নেল মেসির কাছে? সম্প্রতি এই প্রশ্নই করা হয়েছিল লিওকে। তার উত্তরে মেসি জানিয়েছেন, ব‍্যক্তিগত পুরস্কারের কোন দাম নেই বিশ্বকাপের কাছে। প্রদর্শনী ম্যাচ খেলতে চিনে গিয়েছেন মেসি। সেখানেই লিওকে ব্যালন ডি অর নিয়ে প্রশ্ন করা হয় মেসিকে। জানতে চাওয়া হয়, তিনি কি আরও ব্যালন ডি অর জিততে চান?

এই নিয়ে লিও বলেন, “ব্যালন ডি অর আর আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি বারবার বলেছি, ব্যক্তিগত পুরস্কারের কোনও মূল্য আমার কাছে নেই। দলগত পুরস্কারই আসল। আমার কাছে সেরা পুরস্কার বিশ্বকাপ। সেটা আমরা জিততে পেরেছি।”

এরপরই ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে প্রশ্ন করা হয় লিওকে। জানতে চাওয়া হয় আসন্ন বিশ্বকাপে তিনি খেলবেন কিনা? এই নিয়ে আর্জেন্তাইন সুপারস্টার বলেন,” আমার মনে হয় না পরের বার খেলব। কাতারই আমার শেষ বিশ্বকাপ ছিল। দেখি আগামী দিনগুলো কেমন যায়। কেমন খেলব জানি না। তবে নীতিগত ভাবে পরের বিশ্বকাপ খেলার চেষ্টা করব না।”

আরও পড়ুন:বার্সেলোনার ভিডিওতে ইস্টবেঙ্গল, মন কেড়েছে লাল-হলুদ সমর্থকদের