ইতিমধ্যে নতুন স্পনসরের খোঁজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন ভারতীয় দলের স্পনসর ছিল একটি শিক্ষামূলক সংস্থা। এবার নতুন স্পনসরের খোঁজ শুরু করল বিসিসিআই। তবে আবেদনের ক্ষেত্রে কিছু শর্ত রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই তরফ থেকে জানিয়ে দিয়েছে কোন কোন ধরনের সংস্থা স্পনসর হতে পারবে না।

সূত্রের খবর, বোর্ডের তরফ থেকে জানান হয়, কোনও ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা, মদ প্রস্তুতকারী সংস্থা, জুয়া সংস্থা, খেলে টাকা উপার্জন করা যায় এমন কোনও সংস্থা, তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা, প্রাপ্তবয়স্কদের পণ্য প্রস্তুতকারী সংস্থা আবেদন করতে পারবে না।
২০১৯ থেকে এক শিক্ষামুলক সংস্থা চুক্তি করেছিল বোর্ডের সঙ্গে। ক্রিকেটারদের জার্সির সামনে থাকত সেই সংস্থার লোগো। প্রায় ২৮৮ কোটি টাকার চুক্তি করেছিল সেই সংস্থা।
আরও পড়ুন:প্রদর্শনী ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্তিনা, গোল করলেন লিও

















































































































































