মনোনয়ন জমা ঘিরে যখন উত্তপ্ত ভাঙড়, তখন সেখানকার বিধায়ক ISF নেতা নওশাদ সিদ্দিকি (Naoshad Siddiqi) উপস্থিত নবান্নে! যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা। হঠাৎ কী কারণে সেখানে উপস্থিত হলেন তিনি? নবান্ন (Nabanna) সূত্রে খবর, দলীয় প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারছেন না এই অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমেল করেন আইএসএফ বিধায়ক। মুখ্যমন্ত্রী সঙ্গে দেখা করার আর্জি জানান। তবে, ব্যস্ত থাকায় এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়নি নওশাদের।

বুধবার, দুপুর তিনটে দশ নাগাদ নবান্নে ঢোকেন তিনি। প্রথমে নিরাপত্তারক্ষীরা তাঁকে গেটে আটকান। পরে অন্য গেট দিয়ে নবান্নে ঢোকেন নওশাদ। কিছুক্ষণ পরে নবান্ন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, ভাঙড়ে বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারছে না। ভাঙড়ের জনপ্রতিনিধি হিসেবে তিনি রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। তবে, একই সঙ্গে নওশাদ জানান, এখন আইনশৃঙ্খলা রয়েছে নির্বাচন কমিশনের হাতে। সুতরাং অশান্তির বিষয়টি তাদের আওতাধীন।
এদিকে, দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ তুলে এদিন কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। একই অভিযোগে হাই কোর্টে গিয়েছে সিপিএমও। এ ক্ষেত্রেও মামলা দায়ের এবং দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করেছে হাই কোর্ট। তবে, তৃণমূলের তরফে কটাক্ষ করে বলা হয়েছে, প্রার্থী দিতে পারছে না বাম বা তাদের জোটসঙ্গীরা। সেই কারণেই অশান্তির অভিযোগ তুলে নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে তারা।













































































































































