মনোনয়ন জমা নিয়ে ফের অ.শান্ত ভাঙড়! ফা*টল তৃণমূল কর্মীর মাথা

0
3

গতকালের পর বুধবার ফের মনোনয়ন নিয়ে অশান্ত ভাঙড়। আইএসএফ-তৃণমূলের সংঘর্ষে মাথা ফাটল তৃণমূল কর্মীর।তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। আজ সকাল থেকেই ভাঙড়ের ১ নম্বর ব্লকের মনোনয়ন জমা দেওয়া নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। এমনকি বাঁশ, লাঠি নিয়ে দেখা যায় একদল দুষ্কৃতীদের। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও অশান্তি মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।


আরও পড়ুন:ইডির হাতে গ্রেফ.তারির পরই কান্নায় ভেঙে পড়লেন তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রী!

এদিন মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগেই তৃণমূলের উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। তৃণমূলের এক কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়। এমনকি ভাঙচুর চালানো হয় তৃণমূলের গাড়িতেও। এরপরই ‘নিজেদের আত্মরক্ষার্থের স্বার্থে’ তৃণমূলের তরফে পাল্টা বাঁশ, লাঠি তুলে নেওয়া হয় বলে দাবি তৃণমূলের। এদিনও বিডিও অফিস চত্বরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। দু-দলের কর্মী সমর্থকদের হাতাহাতি সংঘর্ষে রূপ নেয়। জখম হয়েছেন বেশ কয়েকজন। আক্রান্ত সংবাদমাধ্যমও। অভিযোগ, সংঘর্ষের ছবি তুলতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের।