মুখ্যমন্ত্রীর ঘোষিত বর্ধিত DA পাওয়ার পরেও কলকাতায় মহামিছিলের ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

0
3

রাজ্যের বিপুল বকেয়া কেন্দ্র আটকে রাখা সত্ত্বেও সাধ্য মতো রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পরেও কাজ ছেড়ে দিনের পর দিন আন্দোলনের নামে অবস্থান বসে রয়েছেন সরকারি কর্মীদের একাংশ। ২৫ জুন আন্দোলনকারীদের (Agitation) ধর্না কর্মসূচি দেড়শো দিনে পড়বে। সেই দিন মহামিছিলের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। মিছিল শেষে শহিদ মিনারের সামনে সভা করবেন DA আন্দোলনকারীরা।

আন্দোলনের দেড়শোতম দিনে মহামিছিলের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া DA-র দাবির পাশাপাশি বিভিন্ন দফতরে নিয়োগ এবং ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়টি তালিকাতে রাখছেন তাঁরা। হাওড়া ও শিয়ালদহ থেকে ২টি আলাদা মিছিল হবে। সেই দুটিই গিয়ে মিশবে শহিদ মিনার ময়দানে। তারপর সেখানেই সভা করবে সংগ্রামী যৌথ মঞ্চ।