তদন্তের নাম তাঁকে বারবার হেনস্থা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এমন অভিযোগ তুলে নারদ মামলার এফআইআর থেকে আগেভাগেই নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। আর বুধবার হাই কোর্টের স্পষ্ট নির্দেশ আগামী ৪ মাসের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে সিবিআইকে (CBI)। এদিন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha) চরম ভর্ৎসনার মুখে পড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।
তবে অপরূপা পোদ্দার আগেভাগেই সিবিআইকে চিঠি দিয়ে এই মামলা থেকে তাঁর নাম প্রত্যাহারের কথা জানিয়েছেন। অপরূপার অভিযোগ, চার্জশিটে (Charge Sheet) নাম না থাকা সত্ত্বেও সিবিআই অযথা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। তাঁর দাবি, গত আট বছরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্য পায়নি সিবিআই। তবুও তাঁকে অযথা হেনস্থা করা হচ্ছে। এদিন আদালতে অপরূপা জানান, সিবিআই এখনও সেই চিঠির কোনও সদুত্তর দিতে পারেনি।
তবে বুধবার ওই মামলার শুনানিতে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি মান্থা। এদিন আদালত সিবিআইকে চার মাস সময় বেঁধে দিয়ে বলেছে, এরমধ্যেই তদন্ত শেষ করতে হবে। না হলে সাংসদ অপরূপা পোদ্দারকে নারদ মামলা থেকে মুক্তি দিতে হবে।