বো.মা ভর্তি নিয়ে গাড়িতে মনোনয়নে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী, বাঁকুড়ায় গ্রেফতার ৮

0
1

বাঁকুড়ার ইন্দাসে বিজেপির এক পঞ্চায়েত প্রার্থী তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে দুটি গাড়িতে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। ইন্দাসের বাঁধের পাড় এলাকায় তাঁদের গাড়ি আটকায় পুলিশ। গাড়িতে বোমা রয়েছে, এই অভিযোগে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে মনোনয়নে গন্ডগোল পাকাতে ইন্দাসে বিজেপির লোকেরা গাড়ি করে বোমা আনা হতে পারে এমন খবর গতকাল রাতেই পুলিশের কাছে পৌঁছায়।

এরপরই সতর্ক করা হয় ইন্দাস থানার সবকটি নাকা পয়েন্টকে। আজ সকাল সাড়ে সাতটার আশপাশে দুটি গাড়ি পাটরাই এর দিক থেকে ইন্দাসের ফিকে যেতে দেখে সেগুলিকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। সেই সময়ই গাড়ি দুটির একটির মধ্যে থেকে এক ব্যাগ ভর্তি সুতলি বোমা মেলে।

এরপর বেলার বাড়তেই বিডিও অফিসের সামনে ফের ঝামেলায় জড়ায় পুলিশ ও বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে দু’পক্ষের অশান্তি শুরু হলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও মৃদু লাঠিচার্জ করে।