“৮০ হাজার আসনে বিরোধীরা, তাহলে মনোনয়নে বাধা কোথায়?” দাবি অভিষেকের

0
2

আসন্ন পঞ্চয়েত নির্বাচনের মনোনয়ন ঘিরে অশান্তির অভিযোগ বিরোধীদের। বিজেপি সহ বিরোধীদের দাবি, শাসক দলের দাপটে মনোনয়ন জমা দিতে পারছেন না তারা।যদিও বিরোধীদের এমন অবান্তর অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি, “এবার যথেষ্ট ভালো মনোনয়ন দিয়েছে বিরোধীরা, তাহলে কীভাবে বাধা দেওয়ার অভিযোগ। এখনও পর্যন্ত ৮০ হাজার আসনে বিরোধীদের মনোনয়ন, ১০ হাজার তৃণমূলের। কাউকে মনোনয়নে বাধা দেওয়া হয়নি। এরপরও বিরোধীদের মনোনয়ন জমা দিতে কোনও অসুবিধা হলে আমাদের জানাক।”

উল্লেখ্য, এবার পঞ্চায়েতে মনোনয়ন পর্বের শুরু থেকে শাসকের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ বিরোধীদের। যদিও নির্বাচন কমিশনের তথ্য বলছে এখন পর্যন্ত পঞ্চায়েতের সবকটি স্তরে মনোনয়নে তৃণমূলের থেকে অনেক এগিয়ে বাম-বিজেপি-কংগ্রেস। এখনও একদিন বাকি মনোনয়ন পর্ব শেষ হতে।