জয়নগরে নবজোয়ার কর্মসূচির ফাঁকে র.ক্ত দিয়ে মানুষের মন জয় অভিষেকের

0
1

দেখতে দেখতে ৪৯দিন পার। গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝড়, জল, দাবদাহ উপেক্ষা করে রাজ্যের সমস্ত জেলা চোষে ফেলেছেন তিনি। শুনেছেন মানুষের অভাব-অভিযোগ। করেছেন প্রতিকার। রাস্তা আর মাঠের তাঁবু ছিল তাঁর ঠিকানা।তৃণমূলে নবজোয়ারে জনজোয়ারে ভাসতে ভাসতে কর্মসূচির একেবারে অন্তিম পর্বে দাঁড়িয়ে অভিষেক। আজ ৪৯তম দিনে তিনি দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে যান। সেখানকার মিউনিসিপ্যালিটি ময়দানে এক রক্তদান অনুষ্ঠানে যোগ দেন। এবং নিজেও রক্তদান করেন।

অন্যদিকে, আজ বিশ্ব রক্তদাতা দিবস। এমন এক মহৎ দিনে নবজোয়ার কর্মসূচির ফাঁকে রক্ত দিয়ে জয়নগরবাসীর মন জয় করেন অভিষেক। বুধবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে বারুইপুরে রোড-শো করব অভিষেক। কিন্তু তাতেও ক্লান্তিহীন। বারুইপুরে কর্মসূচি শেষ করে বিকেলে অভিষেক পৌঁছন জয়নগরে। মিছিল করে জনসংযোগ করতে থাকেন। তারই মেখে পৌঁছে যান রক্তদান শিবিরে যান। আর সেখানে গিয়েই স্থির করেন, তিনি নিজেও রক্ত দেবেন। সেইমতো ক্যাম্পে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর রক্তদান করেন। এই ছবি দেখার পর বলতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি যুবসমাজের এনার্জি।

আরও পড়ুন- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিট গঠন নয়! কালিয়াগঞ্জকাণ্ডে বড় সিদ্ধান্ত হাইকোর্টের 

উল্লেখ্য, তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে শেষ জেলা এই দক্ষিণ ২৪ পরগনা। আগামী ১৬ জুন কর্মসূচি শেষ হবে এই জেলাতেই। সেদিন কাকদ্বীপে নবজোয়ারে যোগ দেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।