পঞ্চায়েতের আগে নতুন মামলার মুখে পড়ার আশঙ্কায় আদালতে সৌমেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে ১২ টি এফআইআর রয়েছে।তিনি অভিযোগ করেছেন যে তাকে মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে।এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনের জন্য দলের তরফে তাঁকে বেশ কয়েকটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।কিন্তু আশঙ্কা, সুযোগ পেলেই তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করা হতে পারে।
সৌমেন্দুর আশঙ্কা, “এমন কোনও অভিযোগ আনা হতেই পারে। যার কোনও খবরও আগে থেকে পাবই না।” এই অবস্থায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সৌমেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহের বুধবার মামলার শুনানি।
কাঁথি প্রভাত কুমার কলেজের ভবন নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মামলা চলছে।পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজিকে ফের দুর্নীতির অভিযোগের তথ্য জোগাড়ের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশ বা তদন্তকারী কোন সংস্থার কাছে সেই তথ্য জানানোর কথাও নির্দেশে বলা থাকে।
পাশাপাশি আরও একটি দুর্নীতি মামলা রয়েছে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাঙামাটি শ্মশানের জমি থেকে পথবাতি, একাধিক দুর্নীতির মামলায় সৌমেন্দুকে একাধিকবার তলব করা হয় কাঁথি থানায়। সেক্ষেত্রে অবশ্য হাইকোর্ট রক্ষাকবচ পেলেও পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছিল।