প্রেম ভালবাসা ব্যাপারটা এমনই যে সেখানে জোর কোনভাবেই চলে না। তাই নিজের প্রেমকে জলাঞ্জলি দিয়ে বাবার পছন্দ করা পাত্রকে কিছুতেই বর হিসেবে মানতে পারলেন না তরুণী। অতএব পালিয়ে নিজের সহপাঠীকে বিয়ে করেন তিনি। তবে বাবা এই সিদ্ধান্তে সায় দেননি, শুধু তাই নয় তিনি আবার মেয়েকে ফিরিয়ে এনে বাড়িতে জোর করে আটকে রাখেন বলে জানা যায়। এরপর নিজে পাত্র ঠিক করে বিয়ে দেন। সেই বরকেই রাখি পরিয়ে ধাঁ রাজস্থানের তরুণী (Rajasthan Lady)।
পুলিশ বলছে ওই তরুণী স্কুলজীবনেই প্রেমে পড়েছিলেন। তাঁরই এক সহপাঠীর সঙ্গে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠার পর, কলেজ শেষে দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু বাবা এই সম্পর্ক মেনে নেননি। জোর করে মেয়েকে আটকে রাখার অভিযোগও ওঠে বাবার বিরুদ্ধে। প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগেও ছিল নিষেধাজ্ঞা। যদিও মেয়ে মনে মনে ফন্দি আঁটতে থাকেন। এরপর বাবার ঠিক করা পাত্রকে বিয়ে করে তাঁকে রাখি পরিয়ে প্রথম স্বামীর সঙ্গেই পালিয়ে গেলেন তিনি।