তামিলনাড়ুর বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে তল্লাশি অভিযান ইডির

0
3

কেন্দ্রীয় এজেন্সিকে(Central Egency) ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিজেপি সরকারের প্রতিহিংসা মুলক পদক্ষেপে কোনও বিরাম নেই। এবার সেই ছবি ধরা পড়ল তামিলনাড়ুতে(Tamilnadu)। আর্থিক তছরুপের অভিযোগে তামিলনাড়ুর বিদ্যুৎ দফতরের মন্ত্রী ভি সেন্থিল বালাজির(V Senthil Balaji) বাড়িতে তল্লাশি অভিযান চালালো ইডি(ED)। জানা গিয়েছে, গত মাসে মন্ত্রীর আত্মীয়দের বাড়িতে অভিযান চালানোর পর এবার খোদ মন্ত্রীর বাড়িতে অভিযান চালালো কেন্দ্রীয় সংস্থা।

কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও কুরুরে মন্ত্রী বালাজির বাড়ি ও অন্যান্য ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। এক চাকরি দুর্নীতি মামলায় গতমাসেই বালাজির বিরুদ্ধে ইডি ও পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। তার প্রেক্ষিতেই এদিন ওই মন্ত্রীর বাড়ি তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। উল্লেখ্য, গত ২৬ মে আয়কর বিভাগের তরফে বালাজি ঘনিষ্ঠদের অন্তত ৪০ জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। এরপর এবার খোদ মন্ত্রীর বাড়িতে অভিযান শুরু করল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডি।