ফের ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাজধানী । রিখটার স্কেলে (Richter scale) কম্পনের মাত্রা ধরা পড়েছে ৫.৭। আজ মঙ্গলবার দুপুর ১.৩৬ মিনিট নাগাদ আচমকাই কম্পন অনুভূত হয় দিল্লিতে (Earthquake in Delhi)। প্রায় ১০ সেকেন্ড ধরে সেই কম্পন চলে উত্তর ভারতের একাংশেও। উৎসস্থল জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব।
সাম্প্রতিক কালে বারবার ভূমিকম্পের কবলে পড়েছে রাজধানী দিল্লি। কয়েক মাসের ব্যবধানে ফের ভূমিকম্প।মঙ্গলের ভর দুপুরে দিল্লির পাশাপাশি পাঞ্জাব (Punjab), চন্ডীগড়, জম্মু-কাশ্মীর সহ বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়। জম্মু কাশ্মীরের ডোডা জেলা থেকে ৩০ কিলোমিটার দূরে এই কম্পন সৃষ্টি হওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। যদিও হতাহতের কোনও খবর নেই।










































































































































