র‍্যাঙ্কিং-এ শীর্ষে জোকোভিচ, ১০০-র মধ্যে নেই নাদাল

0
3

টেনিসে পুরুষদের সিঙ্গলস র‍্যাঙ্কিং-এ শীর্ষে নোভাক জোকোভিচ। সদ‍্য ফরাসি ওপেন চ‍্যাম্পিয়ন হন জোকার, আর সেই সুবাদেই র‍্যাঙ্কিং-এ তৃতীয় থেকে ১ নম্বরে উঠে আসলেন তিনি। অন্যদিকে টেনিস খেলোয়াড়দের র‍্যাঙ্কিং-এ প্রথম ১০০ জনের মধ্যে নেই রাফায়েল নাদাল।

প্রকাশিত নতুন তালিকায় ১ নম্বরে রয়েছেন ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জোকোভিচ। ফ্রেঞ্চ ওপেন ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় হলেন জোকার। অন‍্যদিকে গত ২০ বছরে এই প্রথমবার নাদালের র‍্যাঙ্কিং ১০০এরও বেশি। নাদালের বর্তমান র‍্যাঙ্কিং ১৩৬। চোটের কারণে চলতি বছরের জানুয়ারি মাস থেকে কোর্টের বাইরে নাদাল। খেলতে পারেননি ফরাসি ওপেনও। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় র‍্যাঙ্কিং-এ ধীরে ধীরে পিছিয়ে পরেন নাদাল। সোমবার প্রকাশিত তালিকায় এক ধাক্কায় ১৫ থেকে ১৩৬ নম্বরে নেমে গিয়েছেন তিনি। চলতি মাসেই অস্ত্রোপচার হয়েছে নাদালের। জানা যাচ্ছে, আরও পাঁচ মাস কোর্টের বাইরে থাকতে হবে তাঁকে।

আরও পড়ুন:আইপিএস অফিসারের বিরুদ্ধে মা.নহানির মা.মলা ধোনির, বৃহস্পতিবার শু.নানি