মা আর মেয়ের মধ্যে কোনোদিনই বনিবনা ছিল না, প্রতিদিন অশান্তি লেগেই থাকতো। কিন্তু তার জেরে যে মেয়ে এত বড় কাণ্ড ঘটাবেন তা দুঃস্বপ্নেও ভাবতে পারেননি পরিজনরা। মায়ের সঙ্গে মতের মিল না হওয়ায় এবার মাকে মেরে (Daughter killed mother) থানায় আত্মসমর্পণ অভিযুক্ত মেয়ের। সোমবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru)।
অভিযুক্ত মহিলার আসল বাড়ি পশ্চিমবঙ্গে। কর্মসূত্রে বেঙ্গালুরুতে নিজের পরিবার নিয়ে একটি ফ্ল্যাটে থাকা শুরু করেন ৩৯ বছর বয়সি ওই অভিযুক্ত মহিলা। পুলিশ সূত্রে খবর অভিযুক্ত পেশায় ফিজিয়োথেরাপিস্ট। প্রতিবেশীরা জানান, মায়ের সঙ্গে মেয়ের নিত্য ঝগড়া, ঝামেলা চলত। সোমবার রাগের মাথায় মেয়ে মাকে খুন করেন। এরপর মায়ের দেহ সুটকেসে ভরে তা নিয়ে অভিযুক্ত মেয়ে বেঙ্গালুরুর একটি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। অভিযুক্ত বিবাহিত, যদিও ঘটনার সময় তাঁর স্বামী বাড়ি ছিলেন না বলে জানা যায়। ঐ মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।










































































































































