‘বিপর্যয়ের’ ল্যান্ডফলের আগেই জুহুর বিচে স্নান করতে নেমে তলিয়ে গেল ৬ জন! নিখোঁজ ৪

0
1

আরব সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’।মৌসম ভবন তরফে খবর, এই মুহূর্তে ‘বিপর্যয়’ উত্তর-পূর্ব আরব সাগরে পোরবন্দর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে। বৃহস্পতিবার পাকিস্তান সংলগ্ন গুজরাটের উপকূলে আছড়ে পড়ার কথা ‘বিপর্যয়ের’। ‘বিপর্যয়ের’ জেরে মঙ্গলবার সকাল থেকে মুম্বই সংলগ্ন আরব সাগরে প্রবল জলোচ্ছ্বাস। যার উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেশি। ইতিমধ্যেই মুম্বই ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় সমুদ্রে না নামার নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু, সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই জুহুর সমুদ্রসৈকতে স্নানে নেমে তলিয়ে গেল ছ’জন।তাঁদের মধ্যে দুজন উদ্ধার করা হয়েছে। বাকি চারজনের খোঁজ চলছে।

আরও পড়ুন:ফিরছে ‘দুষ্টু ছেলে’,গরম স্রোতের প্রভাবে ভারতে খরা পরিস্থিতি তৈরির সম্ভাবনা!


ঘূর্ণিঝড়ের মোকাবিলায় ইতিমধ্যেই মুম্বই ও গুজরাটের উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই এই নিয়ে কড়া সতর্কতা জারি করা হয়েছে।মৌসম ভবন সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে আপাতত কমলা সতর্কতা জারি করেছে। ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আমদাবাদ, ভাবনগর, রাজকোট, গান্ধীধামে খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম। ঝড়ের গতিবিধির দিকে নজর রেখেছে মৌসম ভবন।