মন্ত্রীপুত্রের পর এবার সরকারি আধিকারিক। লখিমপুরের পর এবার উত্তরপ্রদেশের(Uttarpradesh) কানপুরে(Kanpur) সরকারি আধিকারিকের গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হল ৩ কৃষকের। জানা গিয়েছে, যার গাড়ির নিচে ওই ৩ কৃষকের(Farmer) মৃত্যু হয় তিনি পিডব্লিউডির ইঞ্জিনিয়র(PWD)। গাড়িটি অবশ্য চালাচ্ছিলেন তাঁর চালক অজিত পাণ্ডে। এবং নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি।
জানা যাচ্ছে, গাড়িটি কানপুরের সিকান্দারায় ওই ইঞ্জিনিয়ারের পরিবারকে নামিয়ে দিয়ে অযোধ্যার দিকে যাচ্ছিল। সেই সময়ই চাষের খেতের ধারের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন তিনি বর্ষীয়ান কৃষক। আচমকাই গাড়িটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সুরেন্দ্র সিং, অহিবরণ সিং ও ঘাসিটি যাদব নামের তিন কৃষকের। তাঁদের তিনজনেরই বয়স ষাটের উপরে। সঙ্গে সঙ্গেই গাড়িটি সেখানে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যান অভিযুক্ত চালক। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এফআইআর দায়ের করে মামলা রুজু করা হয়েছে। সন্দেহ, পান্ডে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।
উত্তরপ্রদেশের এই ঘটনা অবস্য মনে করিয়ে দিয়েছে লখিমপুর খেরির অতীত। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ছেলের গাড়িতে চাপা পড়ে প্রাণ হারান চারজন কৃষক। এর জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় আরও চারজনের। যা পরে জাতীয় রাজনীতিতে বড় ইস্যুতে পরিণত হয়।