WTC ফাইনালে ভারত হারতেই টুইটারে ক্ষোভ প্রকাশ সচিনের, প্রথম একাদশ নিয়ে তুললেন প্রশ্ন

0
1

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍‍্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। WTC ফাইনালে ব‍্যাটিং ব‍্যর্থতার কারণে লজ্জার হার হয় ভারতের। ফাইনালে অজিদের কাছে ২০৯ রানে হারল রোহিত শর্মারা। আর এই হারের পরই ভারতের প্রথম একাদশ নিয়ে প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বলা ভালো ভারতের প্ৰথম একাদশে রবীচন্দ্রন অশ্বিনের বাদ পড়া নিয়ে প্রশ্ন তুললেন মাস্টার ব্লাস্টার।

WTC ফাইনালে ভারতের হারের পর সচিন টুইটারে ক্ষোভ প্রকাশ করেন। সেখানে তিনি লেখেন,” প্ৰথম একাদশে রবিচন্দ্রন অশ্বিনের যে কিনা এই মুহূর্তে বিশ্বের একনম্বর টেস্ট বোলার তাঁর অনুপস্থিতি ঠিক বোধগম্য হল না।”

এখানেই না থেমে সচিন লেখেন,” এর আগেও বহুবার বলেছি, দক্ষ স্পিনাররা স্রেফ টার্নিং ট্র্যাকের ওপর নির্ভর করে না। তাঁরা হাওয়ায় গতির তারতম্য ঘটিয়ে বাউন্স আদায় করে বৈচিত্র্য আমদানি করে। মনে রাখতে হবে অস্ট্রেলিয়ার টপ অর্ডারে আটজনের পাঁচজনই বাঁ-হাতি।”

শুধু সচিন নয়, WTC ফাইনালে অশ্বিনের বাদ পরা নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আর এবার মুখ খুললেন সচিন।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস