এ যেন গোদের উপর বিষফোঁড়া। একেই ম্যাচ হার, তার ওপর জরিমানা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লো ওভার-রেটের জন্য বড়সড় শাস্তি পেল টিম ইন্ডিয়া। এদিন এমনটাই জানান হল আইসিসির তরফ থেকে। এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের আউট নিয়ে মুখ খোলায় শাস্তি পেলেন শুভমন গিল।
সম্প্রতি WTC ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। সেই ম্যাচেই ৫ ওভার কম বল করেছে টিম ইন্ডিয়া। আর সেই কারণে বিরাটদের ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। আর ওপর দিকে বিতর্কিত ক্যাচ নিয়ে প্রশ্ন তোলায় শুভমনকে ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ, স্লো-ওভার রেট এবং বিতর্কিত মন্তব্য মিলিয়ে আইসিসি শুভভনকে ম্যাচ ফি-র ১১৫ শতাংশ জরিমানা করেছে।
এদিন আইসিসি বিবৃতিতে জানিয়েছে, “WTC ফাইনালে বল করার নির্দিষ্ট সময়ের মধ্যে ৫ ওভার কম বল করেছে ভারত। তাই আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.২২ ধারায় শাস্তি দেওয়া হয়েছে ভারতীয় দলকে। প্রতি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ২০ শতাংশ করে জরিমানা করা হয়েছে। ৫ ওভার কম বল করায় মোট ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে ক্রিকেটারদের।”
শুভমনের বিষয়ে আইসিসি জানিয়েছে, “টেস্টের চতুর্থ দিনে আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট’-এর ২.৭ ধারা ভেঙেছেন শুভমন। সেই কারণে তাঁকে অতিরিক্ত ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অর্থাৎ, ম্যাচ ফি-র ১১৫ শতাংশ জরিমানা দিতে হবে ভারতীয় ওপেনারকে।”
আরও পড়ুন:WTC ফাইনালে ভারতের লজ্জাজনক ব্যাটিং, বিরাটদের তুলোধনা গাভাস্করের