করমণ্ডল দু*র্ঘটনা: ১০ দিন পর খোঁজ মিলল মৃ*ত ভাইয়ের! চোখে জল দাদার

0
2

করমণ্ডল দুর্ঘটনার পর কেটেছে ১০দিন। এখনও খোঁজ মেলেনি বহু মানুষের। সেই তালিকায় ছিলেন বিহারের সুবাস সাহানিও। হন্যে হয়ে এদিক ওদিক বহু খোঁজ করেছেন তাঁর ছোট ভাই। এতদিনে মিলল খোঁজ।

আরও পড়ুন:বি.পাকে বিজেপি বিধায়ক! নি.র্যাতনের অভিযোগ নিয়ে থানায় স্ত্রী

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন বিহারের লাখাউরা গ্রামের সুবাসের ভাই রাজা। দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। বহু কাটখড় পুড়িয়েও খোঁজ পাওয়া যায়নি রাজার। ভাইয়ের খবর জানতে তিনি যোগাযোগ করেন বিহার সরকারের সঙ্গেও। কিন্তু তাঁকে জানানো হয় যে তাঁর ভাইয়ের দেহ আগেই চলে গিয়েছে পশ্চিমবঙ্গের অন্য একটি পরিবারের কাছে।এরপরের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
দীর্ঘ এক সপ্তাহের বেশি সময় ধরে সুবাস যোগাযোগের চেষ্টা করেন সেই পরিবারের সঙ্গে যারা নিজেদের পরিবারের সদস্য মনে করে নিয়ে গিয়েছে রাজাকে। অবশেষে খোঁজ মিলল তাঁদের। দুর্ঘটনাস্থল থেকে নিজেদের পরিবারের সদস্য মনে করে নিয়ে আসার পরেই ভুল ভাঙে তাঁদের। মৃত রাজার পকেট থেকে আধার কার্ড পান ওই পরিবার। এরপরই যোগাযোগ করা হয় সুবাসের সঙ্গে। ফিরিয়ে দেওয়া হয় রাজার মৃতদেহ।