উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি এফসি। ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় পেপ গুয়ার্দিওয়ালার দল। ম্যান সিটির হয়ে একমাত্র গোলটি করেন রদ্রি। এই জয়ের ফলে ত্রি-মুকুট জয়ের নজির গড়ল ম্যানসিটি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পর ইংল্যান্ডের দ্বিতীয় দল হিসেবে ত্রি-মুকুট জয় ম্যান সিটির। অপরদিকে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র কোচ হিসেবে দুটি ক্লাবের হয়ে ত্রিমুকুট জয়ের রেকর্ড গড়লেন পেপ গুয়ার্দিওলা। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছিলেন। এবার ম্যান সিটির হয়ে জিতলেন।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ম্যান সিটি। শুরুতেই একটা সুযোগ পেয়ে যান হালান্ড। কিন্তু সামান্য এগিয়ে থাকায় লাইনসম্যান অফসাইড দেন। এরপর খেলা যত গড়াল ততই নিজেদের গুছিয়ে নেওয়ার সময় পেয়ে গেল ইন্টার মিলান। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দু’দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বজায় রাখে পেপের দল। যার ফলে ম্যাচের ৬৮ মিনিটের মাথায় গোল পায় ম্যান সিটি। ম্যান সিটির হয়ে গোলটি করেন রদ্রি। এরপর সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মিলান। তবে গোল দরজা খুলতে ব্যর্থ হন মার্টিনেজরা। আর ম্যাচ শেষের বাঁশি বাজতেই চ্যাম্পিয়ন হয় ম্যান সিটি।
আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস