সামনের রবিবার তাঁর জন্মদিন, কিন্তু এক সপ্তাহ আগেই তারার দেশে চলে গেলেন অভিনেতা মঙ্গল ধিলান (Mangal Dhillon)। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তিনি। চিকিৎসকেরা তাঁর অবস্থা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন। শুধু অভিনয়ই নয়, পরিচালনা এবং প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। রবিবার সকালে তিনি প্রয়াত হন।
অভিনেতা মঙ্গল ধিলান লুধিয়ানার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আশির দশক থেকে অভিনয় জীবন শুরু করেন তিনি। ১৯৮৬ সালে ‘বুনিয়াদ’ সিরিয়ালের মাধ্যমে আত্মপ্রকাশ। ‘খুন ভরি মাঙ্গ’, ‘নাকাবন্দি’, ‘দয়াবান’- এর মতো সুপারহিট সিনেমা করেছেন তিনি। ছোট পর্দায় চুটিয়ে কাজ করেছেন এক সময়। ২০০৩ সালে ফারদিন খান অভিনীত ছবি ‘জানশিন’ সিনেমায় শেষ দেখা গিয়েছিল এই অভিনেতাকে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বলিউড।