WTC ফাইনালে আজ জয়ের লক্ষ‍্যে ভারত, ক্রিজে বিরাট-রাহানে, লক্ষ‍্য ২৮০ রান

0
2

আজ বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পঞ্চম দিন। WTC ফাইনালে ভারতকে জিততে হলে করতে হবে আরও ২৮০ রান। হাতে সাত উইকেট। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং অজিঙ্কে রাহানে। সামনে বড় লক্ষ্য, বিরাট-রাহানেতেই ভরসা টিম ইন্ডিয়ার। পঞ্চম দিনের প্রথম একটা ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময় উইকেট না হারানোই লক্ষ্য থাকবে টিম ইন্ডিয়ার।

আজ হাতে সাত উইকেট থাকলেও আর কোনও উইকেট হারানো চলবে না ভারতীয় দলের। অন্তত প্রথম ঘণ্টায়। কারণ, ওভালের এই উইকেটে টিকে থাকা একটা বড় চ্যালেঞ্জ হতে পারে টিম ইন্ডিয়ার জন্য। চতুর্থ দিনেও উইকেটে বাউন্স দেখা গিয়েছে। ফলে তা পঞ্চম দিনেও কিছুটা বিব্রত করতে পারে ভারতীয় দলকে। অজিঙ্কে রাহানের আঙুলে চোট রয়েছে। যার জেরে তিনি ফিল্ডিং করতে পারেননি। তবে ব্যাট হাতে বেশ বিশ্বস্ত লাগছে তাঁকে। নিজস্ব স্টাইলে বাউন্ডারি মারছেন। আবার ভালো বলে ডিফেন্স করছেন প্রায় নিখুঁত ভাবে। অন‍্যদিকে ধরে খেলছেন বিরাট কোহলি। সেই জন্যই আশা দেখছে টিম ইন্ডিয়া।

যদিও চতুর্থ দিনে শুভমন গিলের আউট বিয়ে কম বিতর্ক হয়নি। ক্যাচ কি সঠিকভাবে ধরতে পেরেছিলেন ক্যামেরুন গ্রিন? তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় দলের ফ্যানরা। প্রশ্ন তুলেছেন গিল নিজেও। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সরব হয়েছেন ভারতের ওপেনার।

গ্রিনের সেই ক্যাচের স্ক্রিনশট শেয়ার করে চারটে হাততালির ইমোজি শেয়ার করেন তিনি। ভারতীয় সমর্থকদের অভিযোগ, আরও একটু সময় নিয়ে গ্রিনের হাতের দিকে লক্ষ্য করতে পারতেন তৃতীয় আম্পায়ার। তা করলে হয়ত তিনি বুঝতে পারতেন, গিলের ক্যাচ ধরতে গিয়ে আসলে তা ফেলেই দিয়েছেন গ্রিন। আর সেই কথাই গিল বোঝাতে চাইলেন।

রবিবার যদিও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে লন্ডনে। তবে তাতে ফাইনাল ম্যাচে কোনও সমস্যা হবে না বলেই আশ্বাস দিয়েছে আইসিসি। কারণ, পঞ্চম দিনে কোনও কারণে ম্যাচের ফয়সালা না হলে, তা গড়াবে রিজার্ভ ডেতে। শুধু বৃষ্টি নয়, অন্যান্য কারণেও যদি ম্যাচে কিছু ওভার কম খেলা হয় তবে সেই ক’টি ওভার হবে সোমবার অর্থাৎ রিজার্ভ ডে-র দিন।

এক দশকেরও বেশি সময় ভারতীয় দল কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি বারবার সেমিফাইনাল বা ফাইনালে এসে হেরে যেতে হয়েছে রোহিত শর্মাদের। গত WTC ফাইনালেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতীয় দলকে। এবারের কাজটাও অনেকটাই কঠিন। তবে অসম্ভব নয়, এবার কি আইসিসি ট্রফির খরা কাটাতে পারবে ভারতীয় দল? গোটা বিশ্বের নজর কিন্তু সেই দিকেই।

আরও পড়ুন:শুভমনের ক‍্যাচ নিয়ে বিতর্ক, কী বললেন গ্রিন?