শহরের বুকে ফের মেট্রো বিভ্রাট (Metro Issue)। লাইনে ফাটল (Crack in Track) থাকার কারণে দুর্ঘটনা এড়াতে আংশিকভাবে বন্ধ করা হলো মেট্রো পরিষেবা (Metro Service Stopped)। বিকেল চারটে নাগাদ নিউ গড়িয়াগামী লাইনে হঠাৎ ময়দান মেট্রো স্টেশনে (Maidan Metro Station)ফাটল নজরে আসতেই মেট্রো পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর মহাত্মা গান্ধী রোড থেকে রবীন্দ্র সরোবর (MG Road to Rabindra Sarovar) পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ (Tollygunge to New Garia) পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর (Girish Park to Dakshineswar) পর্যন্ত আপ ও ডাউন মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে।
একের পর এক ট্রেন দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ রেল। এবার মেট্রো যাত্রীরাও সমস্যার মুখে পড়লেন। মেট্রো ট্র্যাকে ফাটল দেখার কারণে আপাতত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ (Kolkata Metro)।
ময়দান মেট্রো স্টেশনের ডাউন লাইনে যে ফাটল দেখা গেছে ইতিমধ্যেই তা মেরামতির কাজ শুরু হয়েছে। ছুটির দিনে আচমকা মেট্রো বিঘ্নিত হওয়ায় কিছুটা হলেও সমস্যায় পড়েছেন যাত্রীরা।