যৌন হেনস্তার অভিযোগে জোড়া এফআইআর হয়েছে জাতীয় কুস্তি ফেডারেশন সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তাঁকে পদ থেকে সরানো বা গ্রেফতারির মতো কোনও পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার।
তার বিরুদ্ধে দেশের প্রথম সারির কুস্তিগিররা যৌন হেনস্তার অভিযোগ এনেছেন। তাতে যে তার কিছু যায় আসে না তার সদর্পে ঘোষণা সে কথাই মনে করিয়ে দিল। রবিবার উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ কেন্দ্রে এক জনসভায় তার সদর্প ঘোষণা , ২০২৪ লোকসভা নির্বাচনে তিনি লড়বেন।
কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের প্রতিশ্রুতি অনুযায়ী ১৫ জুনই ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে পারে দিল্লি পুলিশ। কিন্তু তা নিয়ে তার কোনও ভ্রুক্ষেপ নেই। বরং তিনি নিশ্চিত ২০২৪ সালেও লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দেবে তাঁকে।
প্রসঙ্গত,এই কাইজারগঞ্জ এলাকায় ব্রিজভূষণ ভীষণ প্রভাবশালী। এর আগে এই কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটেও জিতেছেন তিনি। তাই তাঁকে প্রার্থী করা নিয়ে সংশয় নেই বিজেপির অন্দরেও। সে কথাই রবিবার ফের সদর্পে প্রমাণ করে দিলেন ব্রিজভূষণ।