নিউটাউনে নতুন সংযোজন ম্যানহোল ক্লিনিং রোবট

0
1

রাস্তার ম্যানহোল পরিষ্কার করতে নেমে মৃত্যুর ঘটনা মাঝেই শোনা যায়। কিন্তু সেই আবহেই শহর কলকাতায় অভিনব উদ্যোগ। মানুষ নয়, এবার থেকে ম্যানহোলে ঢুকে আবর্জনা পরিষ্কার করবে যন্ত্রমানব । নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র।

জানা গিয়েছে, ম্যানহোল পরিষ্কারের জন্য কেনা হয়েছে তিনটি রোবট। শুধু ম্যানহোল পরিষ্কারই নয়, ম্যানহোলে বিষাক্ত গ্যাস আছে কিনা, তাও চিহ্নিত করবে রোবটিক সেন্সর। রাস্তায় দাঁড়িয়ে থাকবে যন্ত্রমানব। মানুষ নয়, ম্যানহোল পরিষ্কার করবে সে। স্মার্ট সিটি নিউটাউনে নতুন সংযোজন এই ম্যানহোল ক্লিনিং রোবট।

ম্যানহোল পরিষ্কার করার জন্য এখনও দেশে ভরসা মানুষই।  কিন্তু সেই কাজ করতে গিয়ে মাঝেমধ্যেই ঘটে দুর্ঘটনা। সেই দুর্ঘটনা এড়াতেই নতুন উদ্যোগ নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি-র। এনকেডিএ-র দাবি দেশের মধ্যে নিউটাউনে প্রথম শুরু হল রোবটিং ম্যানহোল ক্লিনিং।
গতবছরের গোড়ার দিকে ন্যাশনাল কমিশন ফর সাফাই কর্মচারিজ এর পরিসংখ্যানে দেখা যায়, ম্যানহোল পরিষ্কার করতে নেমে সাফাইকর্মীদের মৃত্যুতে দেশের মধ্যে শীর্ষে তামিলনাড়ু। আর তার পরই গুজরাট। শুধু তাই নয়, ম্যানহোল পরিষ্কার করেন যাঁরা, তাঁদের আলাদা পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে একাধিক বার অভিযোগ সামনে এসেছে। তার পরও বদলায়নি পরিস্থিতি। এবার নিউটাউনের এই উদ্যোগ পথ দেখাবে অন্যদেরও।