পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে করতে সর্বদল বৈঠক ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা (Rajiv Sinha)। ১৩ জুন এই বৈঠক ডাকা হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের খবর। পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা আগে সর্বদলীয় বৈঠক না ডাকা নিয়ে সরব হন বিরোধীরা। তবে, সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজীব সিনহা জানান, বৈঠক যে করতেই হবে, তার কোনও নিয়ম নেই। তবে, শনিবার দুপুরেই সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)।

৮ জুলাই রাজ্য পঞ্চায়েত ভোট। শুক্রবার থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হতেই বিভিন্ন জায়গায় অশান্তি খবর সামনে এসেছে। এ নিয়ে শনিবার রাজীব সিনহাকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। এদিকে এদিন, রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস। নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপিও দেয় তারা। এই পরিস্থিতি সর্বদল বৈঠক ডাকলেন রাজ্য নির্বাচন কমিশনার।












































































































































