জাতির জনক মহাত্মা গান্ধীর(Mahatma Gandhi) খুনির প্রশংসা করে বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং(Giriraj Singh)। বাবর ও ঔরঙ্গজেবকে হানাদার বলে কটাক্ষ করে গডসে-কে ভারতের সুপুত্র বলে দাবি করলেন তিনি। তাঁর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের বিতর্কিত মন্তব্য থেকে। সম্প্রতি তিনি মন্তব্য করেছিলেন, “মহারাষ্ট্রের কয়েকটি জেলায় ঔরঙ্গজেবের সন্তানরা জন্মগ্রহণ করেছে।” এরপর সেই মন্তব্যের পালটা জবাব দেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি। ফড়নবিসের নাম না করে কটাক্ষের সুরে তিনি বলেন, “একজন বিজেপি নেতা গডসের সন্তানদের ডাকতে বলেছিলেন।” দেবেন্দ্র ফড়নবিস ও আসাদউদ্দিন ওয়েইসির বাক যুদ্ধের মাঝেই শনিবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় বিজেপির কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সেখানে কেন্দ্রীয় মন্ত্রীকে টিপু সুলতান এবং ঔরঙ্গজেব প্রসঙ্গ তুলে প্রশ্ন করা হলে, গান্ধী হত্যাকারী গডসের হয়ে ব্যাট ধরতে দেখা যায় তাঁকে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গিরিরাজ বলেন, যাঁরা নিজেদের বাবর ও ঔরঙ্গজেবের সন্তান বলেন, তাঁরা ভারতমাতার সত্যিকারের সন্তান হতেই পারেন না। এরপরই নাথুরাম গডসেকে ‘ভারতের সুপুত্র’ বলতে শোনা যায় তাঁকে। আসলে ওয়েইসি ফড়নবিসের মন্তব্যের পালটা দিতে গিয়ে ‘গডসের উত্তরাধিকারী’র প্রসঙ্গ তুলেছিলেন। এর জবাব দিতে গিয়েই গিরিরাজ ওই প্রসঙ্গ তোলেন। তাঁর কথায়, “যদিও উনি (গডসে) গান্ধী হত্যাকারী, তবুও উনি ভারতের সুপুত্র। উনি ভারতেই জন্মেছিলেন। বাবর ও ঔরঙ্গজেবের মতো হানাদার নন।”














































































































































