বিরোধীরাও তৃণমূলে আসবে, পঞ্চায়েতের আগে অধীরকে “বায়রন মডেল” খোঁচা কুণালের

0
2

পঞ্চায়েতের আগে বাম-কংগ্রেস-বিজেপির “সাগরদিঘি মডেল”-এর পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এবার “বায়রন মডেল”-এর তত্ত্ব শোনালেন কুণাল। তৃণমূল নেতার দাবি, পঞ্চায়েতে বিরোধীদের কোনও প্রার্থী যদি জেতেনও, তিনি ভোটের পর ‘আরও ভালভাবে কাজ করতে’ তৃণমূলে যোগ দেবেন। সুতরাং, বিরোধীদের ভোট দেওয়ার অর্থ সেই ভোট নষ্ট। কারণ, সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস জেতেন। কয়েক মাসের মধ্যেই কংগ্রেসের হাত ছেড়ে তৃণমূলে নাম লেখান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পঞ্চায়েতের আগে হুঙ্কার ছাড়ছেন, সাগরদিঘি মডেলেই মুর্শিদাবাদ-সহ গোটা রাজ্যে পঞ্চায়েত ভোটে হারবে তৃণমূল। কুণাল ঘোষ অধীরবাবুর এই হুঙ্কার এবং বিরোধীদের মনোনয়ন নিয়ে অশান্তিকে ‘লম্ফঝম্ফ’ বলে তোপ দেগেছেন।

কুণালের কথায়, “ওরা যে এত লাফালাফি করছে, সব আসনে প্রার্থীও জোগাড় করতে পারবে না। আর যদি লম্ফঝম্ফের পর কোথাও দু’চার জন প্রার্থী জেতেও, ভোটের পর তাঁরা যখন দেখবেন, কেন্দ্র সরকার কীভাবে রাজ্যের টাকা আটকে রাখছে, আর রাজ্য সরকার কীভাবে নিজেদের প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে, তখন আরও ভালভাবে কাজ করার জন্য তৃণমূলেই যোগ দেবেন। তাঁদের মধ্যেও বায়রন মডেল সংক্রমিত হবে। সুতরাং, অন্য দলকে সাধারণ মানুষ ভোট দেবেন কেন?”

আরও পড়ুন- পঞ্চায়েত ভোটের আগেই নন্দীগ্রামে পদ্মশিবিরে ভাঙন, তৃণমূলে যোগ ৩বারের বিজেপি প্রার্থীর