খড়গপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মেদিনীপুর-হাওড়া লোকাল, ধাক্কা বিদ্যুতের খুঁটিতে

0
1

বালেশ্বর বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের রেল বিপত্তি। এবার লাইনচ্যুত হল মেদিনীপুর-হাওড়া লোকাল। খড়গপুর স্টেশন ঢোকার আগেই বিপত্তি। লাইনচ্যুত হয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে লোকালের একটি বগি। আতঙ্কিত হয়ে পড়েন রেলযাত্রীরা। দুর্ঘটনার পর আপাতত ওই লাইনে বন্ধ ট্রেন চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিকরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্য লাইন দিয়ে ট্রেন চালানোর চেষ্টা করছেন আধিকারিকরা।

আরও পড়ুন- পড়ুয়াদের আ.তঙ্ক কাটাতে ভাঙা হল বাহনাগা হাইস্কুল, তৈরি হতে চলেছে মডেল স্কুল