বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে প্যাট কামিন্সের দল। অপর দিকে প্রথম ইনিংসে ভারত করল ২৯৬ রান। টিম ইন্ডিয়ার হয়ে লড়াই অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুরের। ৮৯ রান রাহানে। রাহানে ব্যাটে ভর করেই রান সংখ্যা বাড়ে টিম ইন্ডিয়ার। দীর্ঘদিন পর ভারতীয় দলে ফিরে দুরন্ত পারফরম্যান্স। আর এই পারফরম্যান্সেই মন কেড়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের। রাহানের ব্যাটিং-এর প্রশংসায় মাতেন তিনি।
রাহানের প্রশংসা করে মহারাজ বলেন,”অজিঙ্কে রাহানে১৮ মাস ধরে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন। ভারতীয় ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে ফিরে আসা এবং ভালো করা সহজ নয়। অতীতে অনেক প্রত্যাবর্তন হয়েছে কিন্তু এত দীর্ঘ সময়ের পরে এমন প্রত্যাবর্তন কখনও হয়নি। রাহানে দুর্দান্তভাবে ফিরে এসেছে। অন্য প্রান্তে উইকেট পতন সত্ত্বেও ও কঠিন লড়াই করেছেন। রাহানে এখন পর্যন্ত যা করেছেন তাতে ও খুব গর্বিত হবেন।”
রাহানের পাশাপাশি শার্দুল ঠাকুরেরও প্রশংসা করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “রাহানেকে অনেক কৃতিত্ব, ও দুর্দান্ত এবং শার্দুল ঠাকুরও ভালো করেছেন। ভারতের হয়ে ভালো ব্যাটিং করেছেন। এটা ভারতের জন্য ভালো লড়াই।”
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস