প্রবল শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়'(Biparjay)! মৌসম ভবন (IMD) জানিয়েছে, এই মুহূর্তে পশ্চিম গোয়া থেকে প্রায় ৬৯০ কিলোমিটার এবং মুম্বইয়ের (Mumbai) পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম মুম্বই থেকে প্রায় ৬৪০ কিলোমিটার দূরে ‘বিপর্যয়’ অবস্থান করছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড় (Cyclone) আছড়ে পড়ার আগেই এর প্রভাবে গুজরাটের (Gujrat) উপকূল অংশে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা গেছে।
IMD জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘণ্টায় ১৪৫-১৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আছড়ে পড়ার আশঙ্কা ‘বিপর্যয়’-এর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। গুজরাটের মৎস্যজীবীদের আগামী ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় চলছে মাইকিং। মূলত উত্তর কেরল, কর্নাটক, গোয়া উপকূলে মূলত তাণ্ডব চালাবে এই সাইক্লোন বলেই অনুমান হাওয়া অফিসের। পাকিস্তানের করাচিতেও ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে সতর্কতা মূলক পদক্ষেপ করছে প্রশাসন।









































































































































