পড়ুয়াদের উৎসাহ দিতে এবার সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কলেজে প্রচার

0
3

রাজ্যের যুব প্রজন্মকে সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার ব্যাপারে আরও উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের মধ্যে সচেতনতা প্রচার কর্মসূচি হাতে নিয়েছে। শহর, মফস্বলের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলে গিয়েও এই প্রচার চালানো হবে। শনিবার থেকে এই কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে। রাজ্যের শিক্ষা দফতর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের যৌথ উদ্যোগে কলকাতা স্কটিশ চার্চ কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজের পড়ুয়াদের সঙ্গে ওইদিন এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। শহরের অন্যান্য বেশ কয়েকটি কলেজের পড়ুয়ারাও ওই কর্মসূচিতে অংশ নেবেন। ডব্লুবিসিএস এবং সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি এবং প্রশিক্ষণের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিয়ে পড়ুয়াদের অবহিত করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

প্রসঙ্গত, রাজ্য সরকারের সিভিল সার্ভিস প্রশিক্ষণ কেন্দ্র এসএনটিসিএসএসসি থেকে ৭ জন ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন- ফের ব্রিজভূষণ-এর বাড়িতে দিল্লি পুলিশ, সঙ্গে অভিযোগকারী এক মহিলা কুস্তিগির : সূত্র