সমালোচকদের এক হাত কোহলির, সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা

0
1

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৯৬ রান করল ভারত। টিম ইন্ডিয়া পিছিয়ে ১৭৩ রানে। তবে প্রথম ইনিংসে ভারতের বিরুদ্ধে ৪৬৯ করে অজিরা। আর এই রান তারা করতে ভারতের টপ অর্ডারে ধস নামে। পরপর আউট হন শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। ৭৩/৪ হয়ে যায় ভারতের। সেই সময় ড্রেসিংরুমে ফিরে প্লেট ভর্তি খাবার হাতে দেখা যায় কোহলিকে। যা দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। আর এবার এরই পাল্টা দিলেন বিরাট।

ঘটনার সূত্রপাত ভারতের প্রথম ইনিংসের ২১ তম ওভারে। ক্যামেরা প্যান করেছিল টিম ইন্ডিয়া ড্রেসিংরুমের দিকে। সেই সময়ে কোহলিকে দেখা যায় প্লেট ভর্তি খাবার নিয়ে ঈশান কিষান, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে হালকা মেজাজে আলোচনা করছেন। সেই সময় তাঁদের অভিব্যক্তি দেখে অবশ্য বোঝার উপায় নেই যে টিমের অবস্থা খারাপ। সকলকেই হাসি-ঠাট্টা করতে দেখা গিয়েছে। আর ছবি ক‍্যামেরায় ভেসে উঠতেই রেগে যান ভারতীয় সমর্থকেরা। ক্ষুব্ধ নেটিজেনরা। আর এরই পাল্টা জবাব দেন কোহলি। তৃতীয় দিনের ম্যাচ খেলতে নামার আগে নিজের সোশ্যাল মিডিয়ায়র একটি স্টোরি পোস্ট করেন কোহলি। যেখানে দেখা যায় আমেরিকার লেখকের একটি উদ্ধৃতি লেখা, সেটি হল, “লোকজনের মতামতের জেলখানা থেকে নিজেকে মুক্ত করতে হলে আপনাকে অপছন্দ হওয়ার ক্ষমতা গড়ে তুলতে হবে।” আর এই পোস্টের পরই অনেই মনে করছেন, এক শ্রেণির সমর্থকদের কটাক্ষের জবাব হিসাবেই কোহলি এই উদ্ধৃতি পোস্ট করেছেন।

আরও পড়ুন:দুরন্ত প্রত‍্যাবর্তন রাহানের, অজিদের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন জিঙ্কস