বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনের শেষে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৫১ রান ভারতের। ৩১৮ রানে এগিয়ে অজিরা। ভারতের হয়ে ক্রিজে রয়েছেন অজিঙ্কে রাহানে এবং শ্রীকর ভরত। ২৯ রানে অপরাজিত অজিঙ্কে। ৫ রানে অপরাজিত ভরত। তবে দিনের শেষে সমর্থকদের ক্ষোভের মুখে বিরাট কোহলি। খাবার হাতে হালকা মেজাজে বিরাট। যা দেখে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যর্থ ভারতের টপ ওর্ডারের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার ৪৬৯ রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারায় টিম ইন্ডিয়া। ৭৩/৪ হয়ে গিয়ে ভারতের টপ অর্ডার ধস নামে। এরপর পঞ্চম উইকেটে রাহানে এবং রবীন্দ্র জাদেজা ভারতের ইনিংস কিছুটা উদ্ধার করেন। ভারতের টপ অর্ডারের এমনভাবে ভেঙে পড়ায় ক্ষুব্ধ ক্রিকেট মহল। আর দিনের শেষে সমর্থকদের ক্ষোভের মুখে পড়েন কোহলি। তখন ভারতীয় ইনিংসের ২১ তম ওভারে ক্যামেরা প্যান করেছিল টিম ইন্ডিয়া ড্রেসিংরুমের দিকে। সেই সময়ে কোহলিকে দেখা যায় প্লেট ভর্তি খাবার নিয়ে ঈশান কিষান, ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের সঙ্গে হালকা মেজাজে আলোচনা করছেন। ভারতীয় ইনিংস যে মাঠে চরম গাড্ডায়, সেই সময় তাঁদের অভিব্যক্তি দেখে অবশ্য বোঝার উপায় নেই যে টিমের অবস্থা খারাপ। সকলকেই হাসি-ঠাট্টা করতে দেখা গিয়েছে। আর ছবি ক্যামেরায় ভেসে উঠতেই রেগে যান ভারতীয় সমর্থকেরা। ক্ষুব্ধ নেটিজেনরা।
আরও পড়ুন:‘শুধু মায়ের নয়, ছেলের ওপর ধাওয়ানেরও অধিকার আছে’, জানাল আদালত
















































































































































