ওনলাইন অ্যাপ ডিজনি প্লাস হটস্টারে বিনামূল্যে দেখা যাবে এশিয়া কাপ এবং একদিনের বিশ্বকাপ। এদিন এমনটাই জানিয়ে দেয় হটস্টার কর্তৃপক্ষ। গতবছর ফুটবল বিশ্বকাপ এবং ২০২৩ আইপিএল দেখতে কোনও খরচ করতে হয়নি জিও সিনেমার গ্রাহকদের। মোবাইলে খেলা দেখা গিয়েছে বিনামূল্যে। আর এরপরই গ্রাহক সংখ্যা কমে হটস্টারের। আর এবার জিও সিনেমাকে চ্যালেঞ্জ জানাতে হটস্টার সংস্থা আসন্ন এশিয়া কাপ এবং ক্রিকেট বিশ্বকাপ বিনামূল্যে দেখানোর ঘোষণা করে।

এই বছরের একেবারে শেষদিকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ক্রিকেট। আর সেই বিশ্বকাপের সব ম্যাচও দেখা যাবে হটস্টারে। সাবক্রিপশন ছাড়াই। গত বছরের একেবারে শেষদিকে বিশ্বকাপ ফুটবল ও তারপর সদ্য সমাপ্ত আইপিএল ফ্রিতে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছিল জিও সিনেমা। হটস্টারও এবার সেই পথেই হাঁটতে চলেছে বলে জানা যাচ্ছে।
এই নিয়ে ডিজনি প্লাস হটস্টার-এর প্রধান সজিথ শিবানন্দন এক বলেন, “ডিজনি প্লাস হটস্টার ভারতে বেশ জনপ্রিয়। দর্শকদের অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমরা এশিয়া কাপ এবং আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে আরও বৃহত্তর দর্শকদের জন্য বিনামুল্যে দেখানোর ব্যবস্থা করেছি।”

এদিকে এখনও অবধি এশিয়া কাপ কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে কিছুই জানা যায়নি। পাকিস্তান প্রাথমিকভাবে আয়োজনের দায়িত্ব পেলেও ভারতীয় দল পাকিস্তানে খেলতে যেতে রাজি নয়। ফলে অন্য কোনও দেশে এশিয়া কাপ আয়োজন হোক এমনটাই চাইছে ভারত, শ্রীলঙ্কা ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান বোর্ডের প্রস্তাব ছিল, পারস্পারিক সম্পর্কের কথা মাথায় রেখে ভারত যদি পাকিস্তানে খেলতে না চায় তবে হাইব্রিড মডেল ব্যবহার করা হোক। অর্থাৎ রোহিত শর্মাদের ম্যাচগুলি অন্য কোনও দেশে খেলানো হোক। যদিও সেই প্রস্তাবে সায় দেয়নি বিসিসিআই। যার জেরে সমস্যায় এশিয়া কাপ। বিশ্বকাপের আগে ৫০ ওভারের এই টুর্নামেন্ট এশিয়ার সমস্ত দলের জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।
আরও পড়ুন:WTC ফাইনালে চাপে ভারত, রোহিত-রাহুলের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন সৌরভের















































































































































