আগামিকাল মোঙ্গোলিয়ার বিরুদ্ধে ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম ম্যাচে খেলতে নামছে ভারতীয় ফুটবল দল। তার আগে জোর প্রস্তুতিতে ইগর স্টিমাচের দল। এই টুর্নামেন্ট জয়ের লক্ষ্যে নামছে সুনীল ছেত্রীরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগে ভারতীয় কোচ ইগর স্টিমাচ বলেন “আমরা টুর্নামেন্টটি জেতার আশা করছি, এবং এর জন্যই আমরা এখানে এসেছি। আমরা সবরকম চেষ্টা করব এই টুর্নামেন্ট জয় করার জন্য।”
আর মাত্র ৭ মাস পরেই কাতারে এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে স্টিমাচের দল। তার আগে প্রস্তুতির জন্য ইন্টারকন্টিনেন্টাল কাপ এবং সাফ চ্যাম্পিয়নশিপ খেলবে ভারত। ইন্টারকন্টিনেন্টাল কাপ নিয়ে সুনীলদের কোচ বলেন, “যদিও এই টুর্নামেন্টে আমাদের প্রতিপক্ষ এশিয়ান কাপের মতো অতো শক্তিশালী নয়, তবুও এই দলগুলি বেশ ভালো। মোঙ্গোলিয়া একটি আক্রমণাত্মক ফুটবল দল, যাদের অসংখ্য তরুণ ফুটবলার মিডফিল্ড এবং আক্রমণ ভাগে রয়েছে। তারা প্রতিআক্রমণাত্মক ফুটবল খেলে। যদিও ভারতের গরম আবহাওয়ায় মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হতে চলেছে।”
এদিকে ইন্টারকন্টিনেন্টাল কাপ নিয়ে বেশ উৎসাহি ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। এই নিয়ে সুনীল বলেন, “আমি এবং আমার সতির্থরা খুবই উৎসাহিত। এটি খুবই অদ্ভুত ব্যাপার যে এর আগে আমি আমার কেরিয়ারে কোনোদিন ভুবনেশ্বর কিংবা ওড়িশার কোনো জায়গাতেই খেলিনি। তাই আমরা খুবই খুশি এখানে এসে। অনুশীলন মাঠ থেকে শুরু করে আতিথেয়তা সবকিছু শ্রেষ্ঠ। এবং আমরা এখানে তিন সপ্তাহ ভালো অনুশীলন করেছি। আশা করি আমরা এখানে মাত্র ৩টি ম্যাচ খেলবনা ফাইনালও খেলব।”
আরও পড়ুন:জনিকে ছেড়ে দিতে পারে মোহনবাগান :সূত্র