ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের ভয়ঙ্কর দুর্ঘটনায় শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। আহত হাজারের বেশি। অনেকে নিখোঁজ। অনেকের দেহ শনাক্ত করা যায়নি। আর সবক্ষেতেই বাংলার যাত্রীর সংখ্যা বেশি। প্রথমদিন থেকেই অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধার কাজ থেকে শুরু করে চিকিৎসার ব্যবস্থা, মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া, আর্থিক সহায়তা, সবকিছুই নিজে তদারকি করেছেন মুখ্যমন্ত্রী। এরই মাঝে দুর্ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। প্রকৃত সত্য উঠে আসার দাবি করেছেন।

অন্যদিকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ করমণ্ডল দুর্ঘটনা নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন। যেখানে দুই রেল আধিকারিক দুর্ঘটনার কারণ নিয়ে নিজেদের মধ্যে কথা বলছেন। কুণাল অডিও পোস্ট করে লেখেন, এই অডিও-এর সত্যতা তিনি যাচাই করেননি। তবে এই ঘটনা সত্যি হলে সেটা রেলের চরম গাফিলতির সাক্ষী। এরপর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, এই দুর্ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র রয়েছে।
এবার শুভেন্দুকে নজিরবিহীন আক্রমণ করলেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায়। বরানগরের টবিন রোডে তৃণমূলের একটি সভা থেকে শুভেন্দুকে চটি দিয়ে মারার কথা বলেন তিনি। তাঁর কথায়, “করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর শুভেন্দু অধিকারী বলল বালেশ্বরের দুর্ঘটনার পেছনে তৃণমূলের হাত আছে। আমার যদি বয়স কম থাকত তাহলে শুভেন্দু অধিকারীকে চটি দিয়ে মারতাম। তোর কি মাথা পাগল হয়ে গিয়েছে? কোথায় বালেশ্বর পশ্চিমবাংলার বাইরে, তৃণমূল ওখানে গিয়ে ট্রেন সাবতাজ করবে? কিন্তু এসব ওরা বলছে কেন? দিল্লির নির্দেশে। বলেছে তোমরা এমন কিছু বলো যাতে আমাদের উপর থেকে দোষটা চলে য়ায়।”











































































































































